
নিউজ ডেস্ক :: রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৩০ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে আটটার দিকে চলন্ত মোটরসাইকেলে করে এসে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। একইসাথে দুটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। বাইকের পেছনে বসে থাকা ব্যক্তি ককটেল ছোড়ে, বলে জানান তারা।
গণসংহতি আন্দোলনের নেতারা জানান, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষ্যে মাসব্যাপী অনুষ্ঠানমালা শুরু হচ্ছে আগামীকাল থেকে। জুলাই শুরুর মুহূর্তে এ ধরনের ঘটনা উদ্দেশ্যমূলক। সাধারণ মানুষকে ভয় দেখাতে এ ধরনের কর্মকাণ্ড ফ্যাসিস্টদের বলে মন্তব্য করেন তারা।
তারা আরও বলেন, আগেও যারা ভয়ের রাজত্ব কায়েম করে দেশ শাসন করেছে, তারাই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। এসব বিষয়গুলোকে গুরুত্বের সাথে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান গণসংহতি আন্দোলনের নেতাদের।
এর আগে, গত ২৩ জুন রাত সাড়ে ১০টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়।