ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫

পটুয়াখালী বি*রো*ধে*র জেরে যুবককে কু*পিয়ে হ*ত্যা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীর বাউফলে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফাহিম বয়াতি (১৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ভাংরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একই গ্রামের সানু মীর (৪৫) ও জাকির বয়াতির (৫০) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কিছু দিন আগে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় সালিস বৈঠক হলেও সানু মীর ও তাঁর অনুসারীরা সেই রায় মানতে অস্বীকৃতি জানান।

এরই জেরে আজ বিকেলে সানু মীরের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে জাকির বয়াতির ওপর হামলা চালান। এ সময় জাকিরের ছেলে ফাহিম বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাঁকে কুপিয়ে হত্যা করেন। ঘটনাস্থলেই ফাহিম মারা যান। গুরুতর আহত জাকির বয়াতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সানু মীর পলাতক রয়েছেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।