ঢাকাশুক্রবার , ৪ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় উ*দ্যা*নে হাতির হা*মলায় প্রা*ণ গেল দুই নারী পর্যটকের

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৪, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: জাম্বিয়ায় একটি জাতীয় উদ্যান ঘুরে দেখার সময় একটি হাতির হামলায় দুই বিদেশি নারী পর্যটক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) এই দুর্ঘটনা ঘটে বলে জানায় বিবিসির একটি প্রতিবেদন। এর ঠিক এক বছর আগেও জাম্বিয়ায় হাতির আক্রমণে দুই আমেরিকান নারীর প্রাণ হারায়।

স্থানীয় পুলিশ জানায়, নিহতরা হলেন যুক্তরাজ্যের ৬৮ বছর বয়সী ইস্টন জ্যানেট টেইলর এবং নিউজিল্যান্ডের ৬৭ বছর বয়সী অ্যালিসন জিন টেইলর। তারা একটি স্ত্রী হাতির আক্রমণের শিকার হন। সেই হাতির সঙ্গে একটি বাচ্চা হাতিও ছিল।

পর্যটকদের সঙ্গে থাকা সাফারি গাইডরা হাতিটিকে থামানোর চেষ্টা করেন। তারা হাতির দিকে গুলি চালান এবং হাতিটি গুলিতে আহত হয়। কিন্তু তারপরও তারা হাতির হামলা ঠেকাতে পারেননি। ঘটনাস্থলেই দুই নারী পর্যটকের মৃত্যু হয়।
ঘটনাটি জাম্বিয়ার পূর্বাঞ্চলের সাউথ লুয়াংগয়া ন্যাশনাল পার্কে ঘটে, যা রাজধানী লুসাকা থেকে প্রায় ৩৭০ মাইল দূরে অবস্থিত। মেয়ে হাতিগুলো সাধারণত তাদের বাচ্চাদের রক্ষা করতে খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে, যদি তারা কোনো কিছুতে হুমকি মনে করে।

গত বছরও দুইজন বয়স্ক আমেরিকান নারী পর্যটক জাম্বিয়ার ভিন্ন ভিন্ন স্থানে হাতির আক্রমণে নিহত হন। তারা তখন সাফারি গাড়িতে ছিলেন।

সম্প্রতি বিশ্বের বিভিন্ন স্থানে হাতির হামলায় আরও কয়েকজন মারা গেছেন। চলতি বছরের এপ্রিল মাসে কেনিয়ার মধ্যাঞ্চলে ৫৪ বছর বয়সী এক ব্যক্তি হাতির হামলায় মারা যান। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ক্রুগার পার্কে এক পর্যটক হাতির আক্রমণে প্রাণ হারান। একই মাসেই থাইল্যান্ডে এক স্যাংচুয়ারিতে স্নান করানোর সময় আতঙ্কিত এক হাতির হামলায় এক স্প্যানিশ পর্যটক নিহত হন। তার আগের মাসে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি জাতীয় উদ্যানে ৪৯ বছর বয়সী এক নারী হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান।

এ ছাড়াও গত বছরের জুলাই মাসে দক্ষিণ আফ্রিকার আরেকটি গেম রিজার্ভে ছবি তুলতে গিয়ে গাড়ি থেকে নামার পর এক স্প্যানিশ পর্যটককে হাতির দল মেরে ফেলে। ওই সময় তিনি তার বাগদত্তাকে গাড়িতে রেখে বাইরে বেরিয়েছিলেন।