ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের চি*হ্নি*ত অপ*রা*ধী নাক কা*টা রুবেল গর্ভের সন্তান হ*ত্যা মাম*লায় গ্রে*ফ*তার

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৫, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গর্ভবতী এক নারীর পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যা করেছে এমন অভিযোগে আদালতে দায়েরকৃত মামলার প্রধান আসামি রুবেল শরীফ (৪০) ওরফে নাক কাটা রুবেলকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় নগরীর ১৪ নং ওয়ার্ডস্থ খালেদাবাদ কলোনী থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে- চলতি বছরের ৩০ জুন বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নগরীর খালেদাবাদ কলোনীর বাসিন্দা মো. লাডলার মেয়ে সিম্মী (২৩) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- একই এলাকার মৃত. আলতাফ শরীফের ছেলে রুবেল শরীফ ওরফে নাক কাটা রুবেল ও তার ভাই রাজন (৪২), ভুলু মিয়ার ছেলে হৃদয় (২৫), ছান্না মিয়ার ছেলে ছানি (২৬) ও আ. রহিমের ছেলে আছিব (১৮)।

মামলা সূত্রে জানা যায়- মামলার বাদী সিম্মীর বোন স্বাক্ষী শিউলির স্বামী সোহাগ কাজী পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী। তার কাছে আসামিরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। চলতি বছরের ৩ এপ্রিল রাত ৯ টার দিকে ওই কলোনীর সামনে থাকা রুবেলের মুদির দোকানের সামনে বসে আসামিরা সোহাগ কাজীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে সোহাগ দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় আসামিরা ফার্নিচার ব্যবসায়ী সোহাগ কাজীকে বেদম মারধর করে। এ খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান সোহাগের গর্ভবতী স্ত্রী শিউলি। এ সময় রুবেল শরীফ ওরফে নাক কাটা রুবেল গর্ভবতী শিউলির পেটে লাথি দেয়। প্রথমে আহত শিউলি বরিশাল শের-ই বালা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলেও পরবর্তীতে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করলে তাকে (শিউলি) আলট্রাসোনোগ্রাম পরীক্ষা দেন এবং রিপোর্ট দেখে চিকিৎসক জানায়- গর্ভের শিশু মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে মারা গেছেন। পরে সিজারিয়ান ডেলিভারি করে শিউলির মৃত সন্তান বের করা হয়।

জানা গেছে, পটুয়াখালী দুমকি উপজেলার পূর্ব কার্তিকপাশা গ্রামের মৃত. আলতাফ শরীফের ছেলে রুবেল শরীফ ওরফে নাক কাটা রুবেল ও ভাই আবুল বাসার ওরফে রাজন দুইভাই। ডাকাতিসহ এলাকায় নানা অপকর্মে অভিযুক্ত থাকায় এলাকাবাসী নাক কাটা রুবেলের এক পা ভেঙ্গে দিয়েছিল। তারপর এলাকা ছেড়ে বরিশার নগরীর বাংলাবাজার ‘শহীদ আলতাফ স্কুল’ সংলগ্ন এলাকায় এসে বসবাস শুরু করে নানা অপরাধমূলক কার্যক্রমের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। বরিশাল কোতোয়ালী মডেল থানায় নাক কাটা রুবেলের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। ২০১৩ সালের ১০ জুন দায়েরকৃত ৮ নং, ২০২৩ সালের ৫ জুন দায়েরকৃত ৯ নং ও ২০০৯ সালের ১৬ অক্টোবর দায়েরকৃত ৫১ নং মামলার আসামি রুবেল। নাক কাটা রুবেলের ভাই রাজনের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা। ২০২৩ সালের ৫ জুন দায়েরকৃত ৯ নং ও ২০২৪ সালের ২৩ মার্চ দায়েরকৃত ৬০ নং মামলার আসামি রাজন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন- নানা অপরাধের সাথে জড়িত রুবেল শরীফ (৪০) ওরফে নাক কাটা রুবেল। গর্ভবতী এক নারীর পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যা করেছে। সেই মামলায় গ্রেফতার করা হয়েছে।