
নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর বাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সুমন হাওলাদার(৩৯), তিনি কলাপাড়া উপজেলার মহিপুর বাজার এলাকার বাসিন্দা তৈয়ব আলী হাওলাদারের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, সোহেল হাওলাদার দীর্ঘদিন ধরে মাদকব্যবসার সাথে জড়িত।এ ঘটনায় তার বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।