ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কয়েল জ্বা*লা*তেই বি*স্ফো*র*ণ : একই পরিবারের নারী-শিশুসহ দ*গ্ধ ৩

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১০, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: রাজধানীর যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়ক এলাকার একটি বাসায় কয়েল ধরাতে গিয়ে গ‍্যাস বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।
বুধবার (৯ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- রিপন (৪০), তার স্ত্রী ইতি (৩০) ও তার মেয়ে রাফিয়া (সাড়ে ৩ বছর)।
দগ্ধরা যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়কের খাদেমুল কোরআন মহিলা মাদ্রাসার গলির ৩১/১ ভবনের নিচতলায় ভাড়া থাকেন।

দগ্ধদের বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রাত দুইটার দিকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ একই পরিবারের তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাদের ভর্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির শরীরের ৪৫ শতাংশ ও শিশু রাফিয়ার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।
তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী তাসলিমা মনি জানান, রাতে মশার কয়েল ধরানোর সময় হঠাৎ বিস্ফোরণে তারা তিনজন দগ্ধ হয়। পরে আমরা তাদের উদ্ধার করে জাতীয় বার্নে ভর্তি করেছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গ্যাস লাইনের কোথাও লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।