ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য, ভবিষ্যতে হতে চান বুয়েটের প্রকৌশলী

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১১, ২০২৫ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: চলতি ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে বরিশালে  বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসফিয়া তাবাচ্ছুম তানমু। সব বিষয়ে সর্বোচ্চ গ্রেড অর্জনের মাধ্যমে সে নিজের মেধার স্বাক্ষর রেখেছে।

তাসফিয়া তাবাচ্ছুম তানমুর স্বপ্ন ভবিষ্যতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ ভর্তি হয়ে একজন দক্ষ ও দেশসেবী প্রকৌশলী হওয়া।

শুরু থেকেই নিয়মিত পড়াশোনা, শিক্ষক অভিভাবকদের দিকনির্দেশনা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে সে এই কৃতিত্ব অর্জন করেছে।

বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল বাসার ইমরান জানান, তাসফিয়া তাবাচ্ছুম তানমু শুরু থেকেই অত্যন্ত মনোযোগী, পরিশ্রমী ও উচ্চ লক্ষ্যনির্ভর ছাত্রী ছিল। তার এই সাফল্যে আমরা গর্বিত।

তাসফিয়া তাবাচ্ছুম তানমুর বাবা ছিলেন বেসরকারি চাকরিজীবী তিনি ২০১২ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন এবং মাতা বাবুগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় একজন শিক্ষিকা। তাসফিয়া তাবাচ্ছুম তানমুর মা শিক্ষিকা আসমা আকতার মেয়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন, যেন সে আগামীতেও এমন সফলতা ধরে রাখতে পারে এবং দেশের জন্য গর্ব হয়ে উঠতে পারে।

বিদ্যালয়ের প্রধান মোঃ ইব্রাহিম খলিল বলেন, “সে ছিল অত্যন্ত মনোযোগী, নিয়মিত পড়াশোনা করত এবং সবসময় কিছু শেখার আগ্রহ দেখাত। তার এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা।”