ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে পাবজি-ফ্রি ফায়ার গেম খেলায় আ*স*ক্ত ৭ কিশোরকে আ*ট*ক করলো পুলিশ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১২, ২০২৫ ১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: পিরোজপুরের কাউখালীতে মোবাইলে অনলাইন গেম পাবজি-ফ্রি ফায়ার খেলায় আসক্ত সাত কিশোরকে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কাউখালী ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে থেকে তাদের আটক করে কাউখালী থানা পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের সিঁড়ির উপরে বসে মোবাইলে অনলাইন গেম পাবজি ও ফ্রি ফায়ার খেলারত অবস্থায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া সাত শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে প্রত্যেকের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীরা লেখাপড়া না করে রাতে কয়েকজন মিলে মোবাইলে গেম খেলছিল। লিখিত অঙ্গীকারনামা নিয়ে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।