ঢাকাশুক্রবার , ২৪ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

তারেকের বিরুদ্ধে বক্তব্য দিয়ে শেষে সাবেক সংসদ সদস্য বললেন ‘তারেক রহমান জিন্দাবাদ’

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২৪, ২০২৩ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: তারেকের বিরুদ্ধে বক্তব্য দিয়ে শেষে সাবেক সংসদ সদস্য বললেন ‘তারেক রহমান জিন্দাবাদ’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেও বক্তব্যের শেষে ‘তারেক রহমান জিন্দাবাদ’ বলে স্লোগান দিলেন দলটির বহিষ্কৃত নেতা সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে তার নিজ নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় এমন স্লোগান দেন তিনি।

মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, ‘বিএনপি একটি নির্বাচনমুখী দল। বিএনপি নির্বাচন বয়কট করতে পারে না। সব পরিস্থিতিতে বিএনপিকে নির্বাচনে আসা উচিত। আজ বিএনপির নেতৃত্বে যারা আছেন তারা বিএনপির গঠনতন্ত্রকে অস্বীকার করছেন। অস্বীকার করছেন বলেই আজ আমাকে (নির্বাচনে) দাঁড়াতে হলো। প্রতিবাদী হিসেবে তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি ভুল। আগামী দিনে যদি কেউ বলে ভুল ছিল তাহলে আমি যেন বলতে পারি সেটি আমি আগেই বলেছিলাম। এই ভুলটি সময় থাকতেই বলেছিলাম।’

 

তিনি বলেন, ‘২৮ অক্টোবর সরকারের কাছে হেরে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চ ছেড়ে চলে গেলেন। তিনিই বলেছিলেন, ২৮ তারিখ ফাইনাল খেলা। খেলা হলো না। আমরা এ যুদ্ধে হেরে গেলাম। এ খেলায় হেরে গেলেন। এখন আমাদের এ সরকারের অধীনেই নির্বাচন করতে হবে। এটিই হবে প্রতিবাদ।’

‘সরকার পতনের একদফা আন্দোলনে আমরা হেরে গেছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা এখন জেল-জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে আমি স্বতন্ত্র হলেও নির্বাচন করে প্রতিবাদ জানাবো। নির্বাচন সুষ্ঠু হয় কি না তা প্রমাণ করবো’, বলেন বিএনপির বহিষ্কৃত এ নেতা।

 

আখতারুজ্জামান রঞ্জন বলেন, ‘আমার পরিচয় আমি সাবেক বা বহিষ্কৃত বিএনপি নেতা। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপিই আমার পরিচয়। আমি এবার স্বতন্ত্র হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমার নির্বাচনী যাত্রা শুরু হলো।’

পরে ‘শহীদ জিয়া জিন্দাবাদ’, ‘খালেদা জিয়া জিন্দাবাদ’, ‘তারেক রহমান জিন্দাবাদ’, ‘বিএনপি জিন্দাবাদ’ বলে বক্তব্য শেষ করেন তিনি।