নিউজ ডেস্ক :: জাতীয় সংসদ নির্বাচন : মনোনয়ন ফরম কিনে বহিষ্কার বিএনপি নেতা, দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম কেনার পর দল থেকে বহিষ্কার হয়েছেন ঢাকার ধামরাই পৌরসভা বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু।
শুক্রবার (২৪ নভেম্বর) বিএনপির সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে মঞ্জু ছাড়াও আরও এক নেতাকে বহিষ্কার করা হয়।
দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু ঢাকার ধামরাই পৌরসভা বিএনপির সভাপতি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু এবং ঢাকা জেলার ধামরাই পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
নাজিউর রহমান মঞ্জু বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য সম্প্রতি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। ধারণা করছি দলের শীর্ষ নেতারা এজন্যই আমাকে সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেন।
সম্প্রতি ধামরাই উপজেলা থেকে মনোনয়ন সংগ্রহ করেন ধামরাই পৌরসভা বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু।