ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে উলফার ৪ ঘাঁটিতে ভারতীয় সেনাদের ব্যা*পক হাম*লার অভি*যোগ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৪, ২০২৫ ২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক ::  মিয়ানমারের পূর্বাঞ্চলে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) চারটি ঘাঁটিতে বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী- এমন অভিযোগ তুলেছে সংগঠনটি। খবর এনডিটিভির।

রোববার (১২ জুলাই) ভোররাতে চালানো এ অভিযানে শতাধিক ড্রোন ব্যবহার করে উলফার ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় বলে দাবি করা হয়েছে।

উলফা-আইয়ের ভাষ্য অনুযায়ী, হামলায় তাদের অন্তত ১৯ সদস্য নিহত ও আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শীর্ষ সামরিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম রয়েছেন বলেও সন্দেহ করা হচ্ছে।

তবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে মিয়ানমারে হামলার অভিযোগ অস্বীকার করেছে। তাদের ভাষ্য, সীমান্তপারের এমন কোনো অভিযানের তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আসাম সীমান্তবর্তী এলাকায় উলফার চারটি ঘাঁটিকে টার্গেট করে ভারতীয় সেনাবাহিনী ড্রোনের সাহায্যে নিখুঁত আঘাত হানে। অভিযানটি ছিল দ্রুত, প্রযুক্তিনির্ভর এবং বিশেষ উদ্দেশ্যপ্রসূত।

উল্লেখ্য, উলফা-আই ভারতের আসাম রাজ্যের স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে। সংগঠনটি ভারতে নিষিদ্ধ এবং মিয়ানমারের দুর্গম সীমান্তবর্তী এলাকায় তাদের বেশ কয়েকটি গোপন ঘাঁটি রয়েছে বলে মনে করা হয়।

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, এই সন্ত্রাসী হামলায় সীমান্ত লঙ্ঘন করে আমাদের চারটি ক্যাম্পে হামলা চালানো হয়েছে। এতে আমরা আমাদের ১৯ যোদ্ধাকে হারিয়েছি। আহত হয়েছেন আরও অনেকে।

বিশ্লেষকদের মতে, যদি এ হামলা সত্য হয়, তবে এটি ভারতের তরফ থেকে সীমান্তপারের বিদ্রোহী দমনে এক উল্লেখযোগ্য বার্তা। তবে প্রতিবেশী দেশের ভূখণ্ডে সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে বিষয়টি নতুন প্রশ্নও তুলতে পারে।