
নিউজ ডেস্ক :: স্ত্রী বারবার পালিয়ে যান প্রেমিকের সঙ্গে। তবে পরিবার ও লোকলজ্জার ভয়ে চুপ করে ছিলেন স্বামী। তবে দীর্ঘদিনের টানাপড়েনের পর অবশেষে আইনি বিচ্ছেদ সম্পন্ন করেন ওই ব্যক্তি। আর এই বিচ্ছেদ তিনি উদ্যাপন করেছেন অভিনব এক উপায়ে। চার বালতি দুধ দিয়ে গোসল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছেন ভিডিও।
জানা গেছে, ঘটনাটি ভারতের আসামের। দুধ দিয়ে গোসল করে বিচ্ছেদ উদ্যাপন করা ওই ব্যক্তির নাম মানিক আলি। স্ত্রী বিচ্ছেদের মতো বিষয়ে তার এমন উদ্যাপন দেখে রীতিমতো হতবাক নেটিজেনরা।
এনডিটিভি জানিয়েছে, বিচ্ছেদের খবর পাওয়ার পর তিনি চার বালতি দুধ এনে রীতিমতো গোসল করেন—এ যেন স্বস্তির নিঃশ্বাস বা নতুন জীবনের সূচনা। নিজের এই ‘স্বাধীনতা গোসলের’ ভিডিও নিজেই তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মানিক, যা ভাইরাল হতে সময় নেয়নি।
ভিডিওতে দেখা যায়, নিজের বাড়ির সামনের আঙিনায় দাঁড়িয়ে একের পর এক দুধের বালতি নিজের গায়ে ঢালছেন তিনি। সেই সঙ্গে বলেন, ‘আজ আমি মুক্ত। সে (স্ত্রী) বারবার তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছিল। পরিবারের সম্মান ও শান্তির কথা ভেবে এতদিন চুপ ছিলাম। এখন যখন আইনিভাবে বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে, আমি আমার স্বাধীনতাকে দুধ দিয়ে গোসল করে উদ্যাপন করছি।’
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য মতে, মানিকের স্ত্রী কমপক্ষে দুবার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। এরপর দুজনের মধ্যে সম্পর্ক চূড়ান্তভাবে ভেঙে যায় এবং উভয়ের সম্মতিতেই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মানিকের এই উদ্যাপনকে ‘অসাধারণ স্বাধীনতার ঘোষণা’ হিসেবে দেখেছেন, আবার কেউ একে ‘অদ্ভুত ও নাটকীয়’ আচরণ বলেও মন্তব্য করেছেন।
তবে একথা নিশ্চিত—মানিক আলীর এই অভিনব বিচ্ছেদ-উদ্যাপন অনেকের মুখে হাসি ফোটালেও, সমাজে বিচ্ছেদ নিয়ে প্রচলিত একঘেয়ে দৃষ্টিভঙ্গির বাইরেই যে একটা বাস্তবতা আছে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি।