ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আ’লীগের মনোনীত বরিশালের ৬টি আসনের ‘নৌকার প্রার্থীর তালিকা প্রকাশ

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২৬, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক  :: আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো আওয়ামী লীগের প্রার্থীর তালিকা। রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

এ তালিকায় বরিশালের ছয়টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহ্বাজ আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা ড. শাম্মী আহম্মেদ, বরিশাল-৫ (সদর) আসনে বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) আব্দুল হাফিজ মল্লিক।

আওয়ামী লীগের সূত্র মতে, বরিশালের ছয়টি সংসদীয় আসনে ৫৫ জন আওয়ামী লীগের নেতাকর্মী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন। এর মধ্যে বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনে নৌকার কান্ডারি হয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ। এ আসনে তিনি ছাড়া আর কেউ নৌকার মনোনয়ন সংগ্রহ করেনি।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ২০ জন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ১৩ জন নৌকার মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে ৮জন নৌকার মনোনয়ন সংগ্রহ করেছিলেন। এ আসন থেকে বাদ পড়েছেন বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ।

বরিশাল-৫ (সদর) আসনে ৯ জন নৌকার মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে নৌকার মনোনয়নপত্র তুলেছিলেন ৭ জন।