নিউজ ডেস্ক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ২৮৯ আসনে প্রার্থিতা ঘোষণা করেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তবে এবার মনোনয়ন চাননি জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। চুন্নু জানান, রওশন এরশাদের সম্মানে ময়মনসিংহ-৪ আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি জাতীয় পার্টি, ফাঁকা রাখা হয়েছে আসনটি।
এর আগে, দল পরিচালনা ও আসন্ন নির্বাচন নিয়ে রওশন এরশাদ এবং দলটির চেয়ারম্যান জি এম কাদেরের মধ্যে টানাপোড়েন প্রকাশ্যে আসে। তবে শেষ পর্যন্ত মনোনয়ন নেননি রওশন এরশাদ।
এদিকে, রংপুর-৩ আসন থেকেও প্রার্থিতা চাননি বর্তমান সংসদ সদস্য সাদ এরশাদ। এই আসনে মনোনয়ন দেয়া হয়েছে জিএম কাদেরকে।
এর আগে, দুই দফায় পাঁচ দিনব্যাপী দলটির মনোনয়ন ফরম বিতরণ শেষ হয় বৃহস্পতিবার। দলটির মনোনয়ন ফরম নেন ১ হাজার ৭৫২ জন। তার মধ্যে ২৮৯ আসনে মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় পার্টি। বাকি আসনগুলোর ব্যাপারে আগামী ২-১ দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান দলটির মহাসচিব।