
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বদিউল্লাহ গ্রামে মাদক সেবনে বাঁধা দেওয়ায় ১জনকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। মাদকসেবীরা ভুক্তভোগী ঐ ব্যক্তির মাথায় এলোপাতারি আঘাত করলে সে লুটিয়ে পড়ে। পরে ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। রক্তাক্ত জখম অবস্থায় ঐ ব্যক্তিকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করানো হয়। আহত ব্যক্তির নাম
মোঃ ইরাক। সে মৃত জয়নাল মেম্বারের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই স্থানীয় স্কুল ভবনে বসে প্রকাশ্যে মাদক সেবন করছিল সিদ্দিক ফকিরের পুত্র মিরাজ, আঃ রব হাওলাদারের পুত্র আরিফ সহ আরো কয়েকজন। এ সময় তাদেরকে প্রকাশ্যে মাদক সেবনে নিষেধ করেন ইরাক। এতে তারা ক্ষিপ্ত হয়ে উত্তেজিত হলে স্থানীয় অন্যন্য ব্যক্তিরাও ইরাকের সাথে প্রতিবাদ করে। ঘটনার পর সন্ধ্যায় বদিউল্লাহ স্কুল পার্শ্ববর্তী পেদা বাড়ির সামনে ইরাককে একা পেয়ে হঠাৎ তার উপরে আক্রমণ করে মিরাজ ও আরিফ। এ সময় তাদের সাথে আরো ৮/১০ জন ছিল। তারা ইরাককে এলোপাতারি পেটাতে থাকলে সে মাটিতে লুটিয়ে পড়ে। মাথা ফেটে রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে যায়।
পাশের দোকানে চা খেতে বসা মিন্টু কাজী দৌড়ে আসেন। সাথে স্থানীয় আরো কয়েকজন আসলে হামলাকারীরা সটকে পড়ে। বর্তমানে গুরুতর আহত ইরাক শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।