
নিজস্ব প্রতিবেদক :: বরগুনার তালতলীতে পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী নাসির উদ্দিন পাটোয়ারীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।শনিবার দিবাগত ভোর রাত আনুমানিক ৩টা দিকে ৭/৮ জনের একটি ডাকাত দল মাটি খুঁড়ে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের কাছ থেকে সর্বস্ব লুটে নেয়।
পরিবার সূত্রে জানা যায়, ডাকাতরা প্রবাসী নাসির পাটোয়ারীর স্ত্রী মনিকা বেগম (৪২), মেয়ে নাহিদা বেগম (২৫), আদুরী (২২) ও পিতা আনোয়ার হোসেন পাটোয়ারী এবং তার শাশুড়িকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ঘরে থাকা নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার এবং ২টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। একই রাতে পাশের বাড়ি জসিম পাটোয়ারীর বাড়িতেও ডাকাতরা হানা দেয়। সেখান থেকে একটি মোবাইল ফোন নিয়ে ঘরের বাহির থেকে দরজা আটকে রেখে চলে যায়।
খবর পেয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।