ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় কাউন্সিলরকে না পেয়ে বোনকে গু*লি করে হ*ত্যা

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৪, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: রাজধানীর দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। তার নাম তাহমিনা রহমান রানু (৪০)। তিনি স্থানীয় সাবেক কাউন্সিলর আমিনুল ইসলামের বোন।

রোববার (৩ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার (৪ আগস্ট) বিকেলে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব হোসেন জাগো নিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় তাহমিনার একটি দোকান আছে। তিনি দোকানটি ভাড়া দিয়ে চলতেন। গতকাল রাত দেড়টার দিকে একদল সন্ত্রাসী এসে তাহমিনার ভাই আমিনুলের খোঁজ করেন। আমিনুলকে না পেয়ে তারা তাহমিনাকে গুলি করে চলে যায়।

দারুসসালাম থানার ওসি রকিব হোসেন জাগো নিউজকে বলেন, সন্ত্রাসীদের গুলিতে নিহত তাহমিনার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান দারুসসালাম থানার ওসি।