ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৬, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে কালীমন্দির থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীমন্দিরে গিয়ে শেষ হয়।

পরে কালীমন্দির মাঠে উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি যতীন্দ্র নাথ মিস্ত্রীর সভাপতিত্বে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর আলোচনা সভায় লন্ডন থেকে ভাচুর্য়ালী বক্তব্য রাখেন, বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন।

এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, উপজেলা বিএনপি’র যুগ্ম—আহবায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, কার্তিক ব্যাপারী, দীনেশ চন্দ্র হালদারসহ প্রমুখ।