ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রোকেয়া হলের ছাত্র’ ডাকসু প্রার্থীর পক্ষে ভোট চাইতে এসে ধরা ঢাকা কলেজ শিক্ষার্থী

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ৪, ২০২৫ ১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের হয়ে প্রচারণা চালাতে এসে এজিএস পদে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনির কাছে ধরা খেয়েছেন মনিরুজ্জামান নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী। বুধবার ( ৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন মহিউদ্দিন রনি।

ভিডিওতে দেখা যায়, মহিউদ্দীন রনির কাছে ছাত্রদল প্যানেলের সদস্য পদপ্রার্থী মো. হাসিবুর রহমান সাকিবের লিফলেট বিতরণ করছেন এক তরুণ। এ সময়  মহিউদ্দিন রনি তার ডিপার্টমেন্ট এবং হলের নাম জানতে চান। জবাবে ওই তরুণ নিজেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী এবং রোকেয়া হলের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন।

পরবর্তীতে রনি তার কাছে তার প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইলে তিনি নিজেকে ঢাকা কলেজের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। তখন রনি ওই শিক্ষার্থীকে বলেন, আপনি রোকেয়া হলের কথা কেন বললেন, রোকেয়া হলে তো মেয়েরা থাকে। জবাবে তিনি বলেন, ভুল করে বলে ফেলছি। এ সময় মহিউদ্দিন রনির কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

 

বিষয়টি নজরে এসেছে ছাত্রদলের ওই সদস্য প্রার্থী হাসিবুর রহমান সাকিবের। এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন তিনি। পোস্টে হাসিবুর লেখেন,
হঠাৎ সোশ্যাল মিডিয়ায় আমার লিফলেট নিয়ে এক ছেলেকে প্রচার করতে দেখা যাচ্ছে মহিউদ্দিন রনি’র নিজ প্রোফাইলে আপলোড করা ভিডিওতে।
কিন্তু আমি তাকে চিনতে পারিনি।

তিনি আরও লেখেন,  আমার লিফলেট বিভিন্ন হলে আমার ছোটো ভাইদেরকে দিয়ে রেখেছি প্রচারণার জন্য। আমি ওদের সাথেও যোগাযোগ করছি কেউ দিয়েছে কিনা। তারা বলেছে এই লিফলেট কেউ দেয়নি। নির্বাচন কমিশনকে তদন্ত করতে বলব এই বিষয়ে। বহুদিন পর কাঙ্ক্ষিত ডাকসু হচ্ছে। এই ডাকসু’র মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে তা সবসময় বজায় থাকুক। আমরা সবাই মিলে একটি আধুনিক ও যুগোপযোগী বিশ্ববিদ্যালয় গড়ব।