ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবীতে নগরীতে মানববন্ধন

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ৪, ২০২৫ ১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: নগরীর বটতলা বাজার সহ আশপাশের এলাকাজুড়ে কসাই সোহেল ও তার দুই ছেলের চাঁদাবাজী সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বুধবার বিকেলে ব্যবসায়ীরা সম্মিলিতভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এসময় ব্যবসায়ীরা আওয়ামী লীগের দোসর এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবী জানান। মানবন্ধনকালে  বটতলা বাজার সহ আশপাশের এলাকার শত শত ব্যবসায়ীরা ঘন্টাব্যাপী  সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন। উল্লেখ্য, সন্ত্রাসী সোহেল ও তার দুই পুত্রের বিরুদ্ধে চাঁদাবাজী, নারীর শ্লীলতাহানীসহ অভিযোগের শেষ নেই। তাদের অত্যাচারে বটতলা, আমির কুটির এবং আশে-পাশের মানুষ দীর্ঘদিন ধরে অতিষ্ঠ।