
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
(৩ সেপ্টেম্বর বুধবার ) গোপন সংবাদের ভিক্তিতে রাত আনুমানিক সাড়ে ১০টার সময় নগরীর ২৯ নং ওয়ার্ড বাঘিয়া মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩১৫০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়।
আটককৃত ফারদিন(২৫) নগরীর ১৫ নং ওয়ার্ড কালুশাহ সড়কের বাসিন্দা লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আটককৃত ফরদিনের নিজের মোটরসাইকেল দীর্ঘদিন ধরে মাদক বহন করে আসছে। সেই সূত্র ধরে
গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর (ওসি) ছগির হোসেনের নেতৃত্বে এসআই মেহেদী হাসানের সঙ্গীয় চৌকস টিম গোপন সংবাদের ভিক্তিতে ২৯ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন । এসময় আটককৃতর মোটরসাইকেলর সিটের নিচ থেকে ৩১৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, এঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করার প্রস্তুতি চলছে।