
নিউজ প্রতিবেদন :: পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুস্থ থাকতে এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। তিনি বলেন, “পড়াশোনা আমাদের মেধাবী করে, আর খেলাধুলা শরীরকে রাখে সুস্থ ও সবল। তাই প্রতিটি মানুষের জন্য শরীরচর্চা অপরিহার্য।”
শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে, বিআরটিএ ও নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত উপজেলা ভিত্তিক প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ বরিশাল বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান, ববি ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. ইলিয়াস হোসেন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল্লাহ আল-মামুন, নিসচা বরিশাল জেলা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন, বুরো বাংলাদেশ বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা মো. ওয়াসিম আকরামসহ অন্যান্যরা।
দুর্ঘটনা প্রতিরোধ ও সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টের খেলা পরিচালনা করেন নিসচা বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী। দিনব্যাপী এ টুর্নামেন্টে সকাল থেকে বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয় এবং বিকেল ৫টায় ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মো. মোতালেব হোসেন সোহান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ মো. ইমন।
উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম আরও বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শরীর ও মনকে সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ জরুরি। আমি ধন্যবাদ জানাই বিআরটিএ ও নিসচাকে এমন সুন্দর আয়োজনের জন্য।”