
নিজস্ব প্রতিবেদক :: দু’দফা চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বরিশালের সিনিয়র সাংবাদিক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ। তার হার্টে রিং স্থাপনের পর গতকাল সন্ধ্যায় তিনি ঢাকা থেকে বরিশালের বাসায় ফিরেছেন। ১২ আগস্ট ঢাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তার হার্টে একটি রিং পরানো হয়। প্রখ্যাত চিকিৎসক প্রফেসর নজির আহমেদ তার চিকিৎসা দিয়েছেন।
এর আগে ১০ আগস্ট গভীর রাতে তিনি নগরীর শ্রীনাথ চ্যাটার্জী লেনের বাসায় গুরুতর অসুস্থ হলে তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরদিন তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেয়া হয়।
সাংবাদিক মুরাদ আহমেদ অসুস্থ হলে পড়লে তার স্বজন সহকর্মি সাংবাদিকরা ছুটে যান তার পাশে।
ঢাকায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সামাজিক নেতৃবৃন্দ আসুস্থ মুরাদ আহমেদকে দেখতে হাসপাতালে ছুটে যান। এদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বিএনপি নেতা বিলকিস জাহান শিরিন, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, সাংবাদিক নেতা খায়রুজ্জামান কামাল প্রমুখ।মুরাদ আহমেদ এর রোগ মুক্তির জন্য যারা দোয়া করেছেন যারা তাকে দেখতে গিয়েছেন তাদের সকলের প্রতি মুরাদ আহমেদ এর পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।