
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর লাইন রোডের মুখে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাদা মনের মানুষ বিজয় কৃষ্ণ দে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার।
আলোচনা সভা শেষে নগরীর লাইন রোডের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ নানা সাজে শোভাযাত্রায় অংশ নেয়। সভায় দেশের প্রতিটি মানুষ যাতে শান্তিতে থাকতে পারে তার জন্য প্রার্থনা করেন ভক্তরা।