ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীতে নুসরাত নামে পঞ্চম শ্রেণীর ছাত্রী নি*খো*জ

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৭, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর ২৭ ওয়ার্ডের সোনামিয়ার পোল এলাকার ৯ নং মাঠরকাঠি সরকারি প্রাঃ বিদ্যালয়ের

৫ম শ্রেনী ছাত্রী মোসাঃ নুসরাত (১৩) নামে এক শিক্ষার্থী নিখোঁজ। তিনি ওই এলাকার রাসেল ও সম্পা দম্পতির একমাত্র মেয়ে।

মঙ্গলবার(১২আগস্ট) নিখোঁজের ঘটনায় নুসরাতের মা এয়ার পোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং ৫৬৪

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ ই আগস্ট) সকালে নুসরাত প্রতিদিনের মতো পড়াশোনার জন্য ৯ নং মাঠরকাঠি সরকারি প্রাঃ বিদ্যালয়ে যান।

। তবে নির্ধারিত সময়ের শেষে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে আত্মীয়—স্বজনের বাড়ি ও পরিচিত সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “নিখোঁজ স্কুলছাত্রীর বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমলে নিয়েছি। ইতিমধ্যে মেয়েটিকে উদ্ধারের জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে।