ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ওয়াদা সংস্থার আয়োজনে মাতৃদুগ্ধপান কর্ণার স্থাপন বিষয়ক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ওয়াদা সংস্থার আয়োজনে মাতৃদুগ্ধপান কর্ণার স্থাপন বিষয়ক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত।

বরিশালে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে মাতৃদুগ্ধপান কর্ণার স্থাপন বিষয়ক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা ওয়াদা’র আয়োজনে এবং সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিডিএস ক্লাবের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর, বরিশালের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি। ওয়াদা সংস্থার চেয়ারম্যান ও সিইও নিলুফা আক্তার ইতির সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসি কান্ত হাজং

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সদর উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কে এম কুদরত ই খুদা, বিসিক শিল্পনগরীর উপ-পরিচালক রাশেদুল ইসলাম, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন শিল্পী, ব্লাস্টের বিভাগীয় কো-অর্ডিনেটর শাহিদা তালুকদার, বরিশাল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, নারী শ্রমিক ট্রেড ইউনিয়নের সভানেত্রী জোস্না বেগম, উইমেন্স চেম্বার অব কমার্স বরিশালের সভাপতি বিলকিস আহমেদ লিলি এবং ওয়াদা সংস্থার প্রজেক্ট ম্যানেজার মো. আল-আমীন সরদার

এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী উদ্যোক্তা ও বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ মোট ৪০ জন অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা বলেন, মাতৃদুগ্ধ পানের হার কমে যাওয়ার পেছনে শিশুখাদ্য শিল্পের আগ্রাসী বিপণন এবং মাতৃদুগ্ধপানের উপযুক্ত পরিবেশের অভাব একটি বড় বাধা। তাই সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে ব্রেস্টফিডিং কর্ণার স্থাপন করলে তা শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি জনস্বাস্থ্য উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।