
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে চাইনিজ কুড়াল ও ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী রিয়ান আটক।
বরিশাল বিভাগের বরগুনার বামনায় নৌবাহিনীর অভিযানে রিয়ান হাওলাদার (৩৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বামনা ডিটাচমেন্টের সেকশন টহল দল অভিযান চালিয়ে রিয়ানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে ধৃত করে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় চাইনিজ কুড়াল
ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক রিয়ান দীর্ঘদিন ধরে তার দলবল নিয়ে এলাকায় মাদক ব্যবসা, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে বামনাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর-রশিদ হাওলাদার বলেন, আটক রিয়ানের বিরুদ্ধে একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে। নতুন করে আরও মামলা প্রক্রিয়াধীন আছে, তাকে বিজ্ঞ আদালেত সোপর্দ করা হবে।
নৌবাহিনী কনিটনেজন্ট কমান্ড জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।