ঢাকাবুধবার , ৬ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে  বাসে আগুন

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ৬, ২০২৩ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: রাজধানীতে বাসে আগুন।

রাজধানী ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহত নেই। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে এ অগ্নিসংযোগ করা হয়।

জানা যায়, গাজীপুরের চন্দ্রা থেকে ঢাকা যাচ্ছিল ইতিহাস পরিবহনের বাসটি। নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় এলে পেছনের সিট গুলোতে আগুন দেখেন যাত্রীরা। স্থানীয়দের সহযোগিতায় তা নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে বাসটির পেছনের কয়েকটি সিট ক্ষতিগ্রস্ত হয়। চালকের ধারণা যাত্রীবেশে উঠে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

প্রত্যক্ষদর্শী ফয়সাল আহমেদ বলেন, বাসটিতে ১২-১৩ জন যাত্রী ছিলেন। বাসটি বাড়ইপাড়া এলাকায় এলে পেছনের কয়েকটি সিটে হঠাৎ আগুন দেখা যায়।

আশুলিয়া থানা পরিদর্শক মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে।