ঢাকাবুধবার , ৬ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চলছে বিএনপির দশম দফার অবরোধ

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ৬, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বিএনপির ডাকা দশম দফায় ৪৮ ঘণ্টা অবরোধ আজ বুধবার (৬ ডিসেম্বর)। অবরোধের প্রথম দিনে রাজধানীতে সকাল থেকে জনজীবন অনেকটাই স্বাভাবিক। অন্যান্য দিনের তুলনায় নগরের মানুষজনের উপস্থিতিও বেশি। গণপরিবহনের চলাচলও মোটামুটি স্বাভাবিক।

অবরোধ ঘিরে সকালে সড়কে গণপরিবহন কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল বাড়ছে। রাজধানীর বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থায় রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এই কর্মসূচির সমর্থনে রাজধানীর কয়েকটি এলাকায় রাতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে সাড়ে ৯টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের নেতৃত্বে মশাল মিছিল হয়। এছাড়া, বনানীতে ছাত্রদলের মিছিলে নেতৃত্ব দেয় দলটির সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ। বনশ্রীতেও মিছিল বের করে ছাত্রদল। একইসাথে, জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা।

এর আগে সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। অবরোধের পাশাপাশি আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে মানববন্ধন পালনের ঘোষণাও দেন তিনি।