ঢাকাবৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে বিজয় দিবস পালনে শিক্ষাপ্রতিষ্ঠানে চাঁদা চেয়ে মোবাইলে খুঁদে বার্তা শিক্ষা অফিসারের

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ৭, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নাজমুল হক মুন্না :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ ই ডিসেম্বর উপলক্ষে ৪০০ টাকা করে চাঁদা নির্ধারণ করে দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বিষয়টি উজিরপুর উপজেলার গুঠিয়া ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার শাহনাজ শিল্পী ফেসবুক মেসেঞ্জারের আইডি থেকে শিক্ষকদের গ্রুপে এ সংক্রান্ত একটি নোটিশ শেয়ার করলে বিষয়টি, উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ক্ষোভে ফেটে পড়েন এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করতে থাকেন। বিষয়টি নিয়ে শিক্ষকদের মাঝে তোলপার সৃষ্টি হয়। পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক মাস্টার, বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ মামুন হোসেন সহ একাধিক প্রধান শিক্ষক জানান ,১৬ই ডিসেম্বর উপলক্ষে আমাদের ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা প্রত্যেক বিদ্যালয়কে ৪০০ টাকা করে দিতে হবে বলে মৌখিক নোটিশ জানান। তবে গুঠিয়া ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তার বিষয়টি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে শেয়ার করেছেন তা আমরা দেখেছি। তিনি জানান উজিরপুরে ১৮১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে আর তাতে মোট টাকা পরিমাণ দাঁড়ায় ৭২,৪০০ টাকা। এ বিষয়ে শিক্ষকরা জানান জেলার অন্যান্য উপজেলায় খোঁজখবর নিয়ে জানা গেছে তাদের শিক্ষা অফিস থেকে এ ধরনের কোন নোটিশ নেই। এ বিষয়ে উজিরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহনাজ শিল্পীক জানান আমি কোন টাকা তুলছি না, উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে এ খুদে বার্তা দিয়েছি। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক বিদ্যালয়ে ৪০০ টাকা ধার্য করা হয়েছে, আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করছি।