ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে জনআস্থা অর্জনে পুলিশের নতুন মাইলফলক : আবারও হারানো আইফোন ফিরিয়ে দিয়ে প্রশংসিত, এএসআই সাইদুল 

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ৯, ২০২৫ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে জনআস্থা অর্জনে পুলিশের নতুন মাইলফলক : আবারও হারানো আইফোন ফিরিয়ে দিয়ে প্রশংসিত, এএসআই সাইদুল।

 

আবারও হারানো আইফোন উদ্ধারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ সাইদুল ইসলাম। একের পর এক দামি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে তিনি যেমন প্রশংসা কুড়াচ্ছেন, তেমনি জনসাধারণের আস্থা অর্জনেও ভূমিকা রাখছেন এই পুলিশ কর্মকর্তা।

জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর বরিশাল নগরীর রুপাতলী এলাকার বাসিন্দা মোঃ মহি উদ্দিন খান তার দামি আইফোন হারানোর পর কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি তদন্তের দায়িত্ব পান এএসআই সাইদুল ইসলাম।

দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি মোবাইল ফোনটি উদ্ধারে সক্রিয় হয়ে ওঠেন। নিজস্ব তৎপরতা, প্রযুক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই তিনি ফোনটি উদ্ধার করতে সক্ষম হন। পরবর্তীতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান-এর উপস্থিতিতে প্রকৃত মালিক মহি উদ্দিন খানের হাতে ফোনটি হস্তান্তর করা হয়।

হারানো ফোন ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মহি উদ্দিন বলেন,

> “খুব স্বল্প সময়ের মধ্যেই আমার দামি আইফোনটি উদ্ধার করে দিয়েছেন কোতোয়ালী মডেল থানা পুলিশ। আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

 

পুলিশ সূত্র জানায়, এএসআই সাইদুল ইসলাম এর আগেও একাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে পৌঁছে দিয়েছেন। তার এ উদ্যোগ ও নিষ্ঠা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।