
নিজস্ব প্রতিবেদক :: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আফরোজা খানম নাসরীনের উদ্যেগে নগরীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল দুপুরে র্যালি অনুষ্ঠিত হয়, পরে নগরের অশ্বিনী কুমার টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আফরোজা খানম নাসরীন। এ সময় ৭ ই নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, যুবদল, মহিলা দল, ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এর আগে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।


