ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে মোটরসাইকেল মেকানিক নাইম ইসলামের মৃত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ৮, ২০২৫ ১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::  বরিশাল নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে নাইম ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল মেকানিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর ২২ নং ওয়ার্ডস্থ তেমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাইম ইসলাম ওই এলাকার এনায়েত ফকিরের ছেলে। তিনি ‘নাঈম মোটর সার্ভিস সেন্টার’ নামের একটি গ্যারেজের মালিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দোকানে কাজ করার সময় বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।