
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে চাকরিচ্যুত মা-বাবার সঙ্গে থালা হাতে রাস্তায় সন্তানরা।
বাবার চাকরি নেই— তাই মা-বাবার সঙ্গে প্রতিবাদ জানাতে থালা হাতে রাস্তায় বসেছে প্রায় অর্ধশত শিশু। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে বরিশাল নগরের বগুড়া রোডে অপসো স্যালাইন ফার্মা লিমিটেডের সামনে এ দৃশ্য দেখা যায়।
জানা গেছে, গত ২৯ অক্টোবর ওষুধ শিল্প প্রতিষ্ঠান অপসোনিন লিমিটেড-এর অঙ্গপ্রতিষ্ঠান অপসো স্যালাইন ফার্মা কর্তৃপক্ষ ৫৭০ জন কর্মচারীকে ছাঁটাই করে। এর পর থেকে চাকরিচ্যুত শ্রমিকরা লাগাতার আন্দোলন শুরু করেছেন। ফলে টানা ৮ দিন ধরে কারখানাটি অচল হয়ে আছে।
বৃহস্পতিবার কারখানার সামনে শ্রমিকদের আন্দোলনের সঙ্গে তাদের কোমলমতি সন্তানরাও যুক্ত হয়। থালা-বাটি হাতে নিয়ে তারা মা-বাবার সঙ্গে বসে থাকে রাস্তায়, মুখে দাবি— “চাকরি ফেরত চাই।”
‘ঘরে বসে মরতে চাই না’
শ্রমিক গোপাল চন্দ্র বলেন, “বুধবার শ্রম অধিদপ্তরে মালিক-শ্রমিক বৈঠক হয়েছে; কিন্তু কোনো সমঝোতা হয়নি। বৃহস্পতিবার আবারও বৈঠক হওয়ার কথা ছিল। আমরা তো মরবই, তবে ঘরে বসে মরতে চাই না— তাই রাস্তায় নেমেছি।”
বাসদ নেত্রীর সংহতি
শ্রমিকদের সঙ্গে সংহতি জানাতে বিক্ষোভে যোগ দেন বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী। তিনি বলেন, “শ্রম অধিদপ্তরে সভা হওয়ার কথা থাকলেও মালিকপক্ষ জানিয়েছে, তারা আর শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসবে না। এটি শ্রমিকদের সঙ্গে অন্যায়।”
বরিশালে কোম্পানির বক্তব্য অপসোনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এইচআর কর্মকর্তা সাকেদুল ইসলাম বলেন, “স্টেরিপ্যাক বিভাগের ৫৭০ জন শ্রমিককে অব্যাহতি দিয়ে হেড অফিস থেকে চিঠি দেওয়া হয়েছে। বিভাগটি এখন আর উৎপাদন চালু রাখতে পারছে না। তবে ভবিষ্যতে পুনরায় চালু হলে ওই শ্রমিকদের প্রাধান্য দেওয়া হবে।”
পুলিশের তৎপরতা।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে অপসো স্যালাইনের চাকরিচ্যুত শ্রমিকরা থালা-বাটি নিয়ে অবস্থান ও বিক্ষোভ করছে। এ কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। আমরা আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছি।”


