
নিজস্ব প্রতিবেদক :: ৭ জানুয়ারীর নির্বাচনকে ডামি নির্বাচন দাবি করে সেটি বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরিতে বরিশালে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরের সোনামিয়ার পুল এলাকায় নগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরীনের নেতৃত্বে এ কর্মসূচি হয়েছে।
এ সময় বিএনপি, ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জনসাধারণের হাতে লিফলেট তুলে দেন।
পাশাপাশি নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীন নির্বাচনসহ অসহযোগ আন্দোলনে সবাইকে অংশ নেওয়ার আহ্বানে বিভিন্ন স্লোগান দেন তারা।