ঢাকারবিবার , ৭ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নৌকায় ভোট দিয়ে অনুভূতি জানালেন শাহজাহান ওমর

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৭, ২০২৪ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: নৌকায় ভোট দিয়ে অনুভূতি জানালেন শাহজাহান ওমর

দল বদল করে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের শাহজাহান ওমর বীর উত্তম।

রবিবার সকাল ১০টার দিকে রাজাপুর উপজেলার সাংগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।

অনুভূতি জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, এখন কথা বলার সময় না।
ঝালকাঠির দুটি সংসদীয় আসনের ২৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়।

জেলার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে কেন্দ্র রয়েছে রয়েছে ৯০টি। এ আসনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সদ্য আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমসহ আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৮ জন।

আর সদর উপজেলা ও নলছিটি নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে কেন্দ্র রয়েছে ১৩৭টি। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন । এ দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৩ হাজার ৩৬৪ জন। এ আসনে আওয়ামী লীগের আমির হোসেন আমুসহ তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনারোধে জেলার চারটি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী নিয়োজিত রয়েছে।