ঢাকাশুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর আ*ত্মপ্র*কাশ : ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান-মহাসচিব শওকত মাহমুদ

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ২৫, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ : ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান-মহাসচিব শওকত মাহমুদ

 

ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হতে যাচ্ছে। দলের নাম, ‘জনতা পার্টি বাংলাদেশ’। দলটির শ্লোগান ‘গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ’।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে নতুন এ দলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

দলের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন ইলিয়াস কাঞ্চন নিজেই। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে তিনি ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ নামে একটি সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন।

দলের মহাসচিবের দায়িত্বে দেখা যাবে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর এ পর্যন্ত দেশে প্রায় ২ ডজন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।