ঢাকাশুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল জেলা শাখার উদ্যোগে ইসলামী আন্দোলনের তারবিয়াতি সভা অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ২৫, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলা শাখার উদ্যোগে ইসলামী আন্দোলনের তারবিয়াতি সভা অনুষ্ঠিত।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা শাখার উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ তারবিয়াতি সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৫ এপ্রিল ) দুপুরে বরিশাল সদর রোডস্থ টাউন হলে সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম।

তারবিয়াতি সভা পরিচালনা করেন বরিশাল জেলা শাখার সেক্রেটারি মুহাম্মাদ কাওছারুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান, সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল কালাম আজাদ এবং প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভায় দায়িত্বশীলদের আদর্শ, সাংগঠনিক কার্যক্রমে নিষ্ঠা, এবং ইসলামী আদর্শে পরিচালিত সমাজ গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।