ঢাকারবিবার , ৭ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল ৫: নৌকার পক্ষে জাল ভোটের অভিযোগে কেন্দ্রে এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৭, ২০২৪ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল ৫: নৌকার পক্ষে জাল ভোটের অভিযোগে কেন্দ্রে এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ

বরিশাল-৫ (সদর) আসনের একটি কেন্দ্রে আওয়ামী লীগ (নৌকা) এবং স্বতন্ত্র (ট্রাক) প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে ভোটগ্রহণ বাধাগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার জেরে রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত সদর উপজেলার বাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ এক ঘণ্টা বন্ধ রাখেন প্রিজাইডিং কর্মকর্তা।

কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা পলাশ শিকদার সাংবাদিকদের জানান, নৌকার প্রার্থীর জাহিদ ফারুক শামীমের পক্ষে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের (ট্রাক) সমর্থকদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এর জেরে সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ভোট বন্ধ রাখা হয়।

তিনি বলেন, এই কেন্দ্রের মোট ভোটার ৩,৭৩২ জন। বেলা ১২টা পর্যন্ত ৭৭১টি ভোট পড়ে এখানে।

দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আইনশৃঙ্খলা বাহিনী।’