
নিউজ ডেস্ক :: আচরণ বিধি লঙ্ঘনের দায়ে নৌকার প্রার্থী মোস্তাফিজুরের প্রার্থিতা বাতিল
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।রোববার বিকাল পৌনে ৪টায় তার প্রার্থিতা বাতিলের বিষয়টি জানানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।
তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি ও আচরণবিধি গুরুতর লঙ্ঘনের অভিযোগে মোস্তাফিজুরের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
এর আগে বাঁশখালীর উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মোস্তাফিজুর এর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি ও গুরুতর আচরণবিধি লংঘনের অভিযোগে মামলা করেন।
মোস্তাফিজুর রহমান চৌধুরী চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এর আগে ২০১৪ এবং ২০১৮ সালেও তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।