নিউজ ডেস্ক :: বিএনপির যোগদান অনুষ্ঠান অনিবার্য কারনে স্থগিত
বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিতব্য যোগদান অনুষ্ঠান অনিবার্য কারণ বশত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকাল ৪ টায় এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।দুপুরে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিকাল ৪টায় কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা ও জাতীয় পার্টির কয়েকজন নেতার যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেয়ার কথা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। কিন্তু উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।তবে কারা বিএনপিতে যোগদান করছেন, তা নিয়ে অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করছেন বিএনপি নেতারা। এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ।যদিও বিএনপির অসমর্থিত একটি সূত্র বলছে, সামরিক বাহিনীর সাবেক কিছু কর্মকর্তা ও জাতীয় পার্টির কিছু নেতা বিএনপিতে যোগদান করবেন।