নিউজ ডেস্ক :: ২ শিশুসন্তানসহ মায়ের বিষপান, মায়ের মৃত্যু
দুই সন্তানসহ বিষ পান করেছেন চাঁদপুরের হাজীগঞ্জের এক গৃহবধূ। হাসপাতালে নেওয়ার পর তানিয়া আক্তার (২৭) নামের ওই নারীর মৃত্যু হলেও বেঁচে আছে তার দুই সন্তান। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাকিলার শ্রীপুর উত্তরে এ ঘটনা ঘটে।নিহত তানিয়া আক্তার ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাউসারের স্ত্রী। তাদের দুই সন্তান তাবাচ্ছুম (৬) এবং ফাতেহা (৪)।
নিহতের স্বজনরা জানান, প্রায় বছরখানেক আগে কাউসার বিদেশে পাড়ি জমান। এই সময়ে তাদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এর মধ্যে গতকাল রাতে দুই সন্তানসহ বিষ পান করেন তানিয়া।চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা ঢাকা পোস্টকে বলেন, বিষপান অবস্থায় এক গৃহবধূ ও দুই মেয়ে শিশুকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই বিষক্রিয়ায় গৃহবধূ মারা গেছেন। দুই শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানা পুলিশের ওসি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, পারিবারিক কলহে বিষপানে গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জেনেছি। তার দুই শিশুসন্তান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গৃহবধূর মৃত্যুতে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হবে।