নিজস্ব প্রতিবেদক :: ভান্ডারিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত স্বামী ও স্ত্রী হাসপাতালে ভর্তি।
বরিশাল বিভাগের পিরোজপুরের ভান্ডারিয়ায় জমি বিরোধের জের ধরে স্বামী ও স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে।
গত রবিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার রাজ পাশা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলো ,ওই এলাকার মৃত অতুল চন্দ্র হাওলাদারের ছেলে স্বপন কুমার হাওলাদার ও স্বপনের স্ত্রী শিমুল রানী।
বর্তমানে তারা গুরুতর অবস্থা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত স্বপন জানান, দীর্ঘদিন ধরে স্বপনের জমি জমা নিয়ে প্রতিবেশী মন মতন বড়াই ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে।
মন মতন ও তার পরিবারের সহযোগীরা স্বপনের জমি জোরপূর্বক জবরদখল করে । পরে জমির মালিক স্বপন কাগজপত্র সঠিক থাকায় কিছু জমি উদ্ধার করা হয়। ওই থেকে শুরু হয় শত্রুতা।
এরই জের ধরে ঘটনার দিন রবিবার পূর্বপরিকল্পিতভাবে স্বপন ও তার স্ত্রীর শিমুল রানীকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করেন মন মতন ভরাই ও তার ছেলে সঞ্জয় বড়াই এবং তাদের সহযোগী জয়দেব, ননী, দ্বীপ, নিপা, কলি ও মিতালীসহ অজ্ঞাতনামা সহযোগীরা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে দুজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলের রেফার করেন।
অভিযোগ রয়েছে হামলাকারী সঞ্জয় একজন দুর্ধর্ষ সন্ত্রাসী, এছাড়া সঞ্জয় এলাকায় বিভিন্ন লোকের কাছ থেকে চাকরি দেয়ার কথা বলে প্রতারণা করছে এমনটাই জানান আহত স্বপন।
এ ঘটনায় ভান্ডারিয়া থানায় মামলার অভিযোগ দেয়া হয়েছে বলে স্বজন সূত্রে জানা যায়।