নিজস্ব প্রতিবেদক :: রহমতপুরে পরিবহন কাউন্টার ভাঙচুর ও “লুটপাট” আহত ৪, হাসপাতালে ভর্তি
বরিশাল বিমানবন্দর থানাধীন রহমতপুরে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে চারজন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে গুরুতর মিজানুর রহমান মিন্টুকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্যান্যরা স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ঘটনাটি ঘটেছে ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে রহমতপুর স্টানে।
ঘটনাস্থলে থানা পুলিশ এসে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন আহতদের পরিবারকে।
আহত সূত্রে জানা যায়, রহমতপুর বাস স্ট্যান্ড পরিবহন কাউন্টার ব্যবসা করে আসছে মিজানুর রহমান মিন্টু।
সকাল সাড়ে দশটার দিকে কাউন্টারের সামনে রাস্তার মাঝামাঝি একটি মহেন্দ্র রাখা হয়, সেখানে মিন্টু মাহিন্দ্রাটি সাইট করে রাখতে বললে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, পরে সমাধানও হয়।
এটাকে কেন্দ্র করে ১১:৩০ টার দিকে চাদপাশার এবায়দুল ও তার সহযোগী রাঙ্গা সোহাগ সহ ২৫-৩০ জনের একদল সন্ত্রাসী কাউন্টারে এসে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বাধা দিতে গেলে কাউন্টার পরিবহনের মালিক মিজানুর রহমান মিন্টু কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। মিন্টু কে বাঁচাতে তার স্টাফ লিটন, তানভীর, আবির আসলে তাদেরকেও পিটিয়ে আহত করেন এবায়দুল সহ অন্যান্য সহযোগীরা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় মিন্টুকে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় বিমানবন্দর থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।