নিজস্ব প্রতিবেদক :: গ্রাহকের সঞ্চয়ের টাকা জমা না দিয়ে আত্মসাতের দায়ে গ্রামীণ ব্যাংকের বরিশালের রায়পাশা শাখার সাবেক ব্যবস্থাপকসহ দুজনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বরিশাল বিভাগীয় বিশেষ জজ মেহেদী আল মাসুদ এ রায় ঘোষণা করেন বলে আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার জানিয়েছেন।
দণ্ডিতরা হলেন- গ্রামীণ ব্যাংকের বরিশাল সদর উপজেলার রায়পাশা শাখার সাবেক ব্যবস্থাপক দেলোয়ার হোসেন ও কর্মকর্তা মো. শাহ আলম।
দণ্ডিত দেলোয়ার যশোরের ছাতিয়ানতলা গ্রামের ও শাহ আলম বাগেরহাটের শরণখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা। মামলার পর থেকে তারা পলাতক রয়েছেন।
বেঞ্চ সহকারী আবুল বাশার মামলার নথির বরাতে বলেন, ওই দুই আসামির যোগসাজশে গ্রামীণ ব্যাংকের এক নারী গ্রাহকের সঞ্চয়ের ১৩ হাজার ৮০০ টাকা নেওয়ার জমা স্লিপ দেন। কিন্তু ওই টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০১২ সালের ৩১ ডিসেম্বর দুদকের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়াজেদ আলী গাজী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ব্যাংক তাদের পদ থেকে বরখাস্ত করে।
২০১৮ সালের ৩১ মে দুদকের একই কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাসেম কাজী দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক ১৫ জনের সাক্ষ্য নিয়ে এ রায় দিয়েছেন।