ঢাকাবৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪

গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ৭, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

গরমের অনুভূতি এখন প্রতিদিনই পাওয়া যাচ্ছে। সকালে তাপমাত্রা কম থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের অনুভূতিও বাড়তে থাকে। গত কয়েকদিন ধরে এ অবস্থা চলছে। বুধবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টায় আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী কয়েকদিন তাপমাত্রা কমবে এমন কোনো সুখবর নেই। বরং তাপ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, তাপমাত্রা কমবে না বরং গরম আরও বাড়বে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।তবে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবারও (৮ মার্চ) সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়ার বার্তায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ডের তথ্য জানানো হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ১২.২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, আরও বাড়তে পারে দিন এবং রাতের তাপমাত্রা।