ঢাকাশুক্রবার , ৮ মার্চ ২০২৪

নামাজরত মুসল্লিদের হামলা : পুলিশ সদস্য বরখাস্ত

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ৮, ২০২৪ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: দিল্লিতে নামাজরত মুসল্লিদের হামলার জেরে পুলিশ সদস্য বরখাস্ত।

নয়াদিল্লির রাস্তায় নামাজরত মুসল্লিদের ওপর পুলিশের হামলার ঘটনায় তোলপাড় চলছে ভারতজুড়ে। এ ঘটনায় বহিস্কার করা হয়েছে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে। শুক্রবার (৮ মার্চ) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার, রাজধানীর ইন্দোরলোকে জুমার নামাজের সময় মুসল্লিদের মারধর করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, রমজানের আগমুহুর্তে জুমার নামাজে যোগ দেন বিপুলসংখ্যক মুসল্লি। মসজিদের ভেতর জায়গা না হওয়ায় সামনের রাস্তায় নামাজে দাড়ান মুসল্লিরা।

এ সময় হঠাৎ করেই এক পুলিশ কর্মকর্তা তাদের ওপর চড়াও হন। এমনকি সিজদারত অবস্থায়ও মুসল্লিদের মারধর করেন, ওই পুলিশ সদস্য। মুহুর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। প্রতিবাদে সোচ্চার হয় কংগ্রেসসহ বিরোধী দলগুলো।

 

এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবেই বরখাস্ত করা হয়েছে মনোজ কুমার নামে ওই সাব-ইন্সপেক্টরকে। নেয়া হবে শাস্তিমূলক ব্যবস্থাও। এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।