
নিজস্ব প্রতিবেদক :: বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধ : বাবা ও ছেলের উপর হামলার অভিযোগ।
বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর এলাকায় জমি বিরোধের জের ধরে বাবা ও ছেলেকে
পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার রাত সাতটার দিকে শাকবুনিয়ায় গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় ছেলে শাওনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এবং বাবা শাহজাহান খান বাকেরগঞ্জে প্রাথমিক চিকিৎসা নেয়।
আহত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাজাহান খান ও তার পরিবারদের সাথে প্রতিপক্ষ ওয়াহেদ আলীর ছেলে মুনসুর খান ও তার পরিবারদের জমি জমা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে।
শাজাহান খানের জমি জোরপূর্বক জবরদখল করার চেষ্টা চালায় মনসুর ও তার সহযোগী সন্ত্রাসীরা।
বিষয়টা নিয়ে শাহজাহান খান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ পুলিশ প্রশাসনকে জানানোর পর ফরহাদ হোসেন আরো ক্ষিপ্ত হয়ে যায়।
এরই জের ধরে একপর্যায়ে ঘটনার দিন বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টায় ফরহাদ ও তার সহযোগী হারুন খান, মেহেদী, আবুল খান সহ ৪/৫ জন সহযোগী পরিকল্পিতভাবে কলেজ ছাত্র ফরহাদ হোসেন কে পিটিয়ে আহত করে, এ ঘটনায় ফরহাদের বাবা শাহজাহান খান প্রতিবাদ করলে তাকেও পিটিয়ে আহত করেন ফরহাদ হোসেন সহ অন্যান্য সহযোগীরা।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।