ঢাকামঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কবর থেকে মরদেহ চুরি রোধে হাইকোর্টে রুল

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ৩০, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: কবর থেকে মরদেহ চুরি রোধে হাইকোর্টে রুল

সারা দেশে কবর থেকে মরদেহ ও কঙ্কাল চুরি রোধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং মরদেহ সুরক্ষা আইন প্রণয়নের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। কবরের লাশ সুরক্ষা ও কঙ্কাল চুরি প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. গোলাম রহমান।

মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার পক্ষে সংগঠনটির চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী ড. গোলাম রহমান ১৪ মার্চ হাইকোর্টে রিটটি করেন। রিটের পর আইনজীবী ড. গোলাম রহমান সাংবাদিকদের বলেন, কবরের লাশ ও কঙ্কাল চুরির ঘটনায় বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ হচ্ছে। এ ধরনের ঘটনা দিন দিন বাড়ছে। পৃথিবীর অনেক দেশে লাশ ও কঙ্কাল চুরি রোধে আইন থাকলেও বাংলাদেশে কোনো আইন নেই। তাই এক্ষেত্রে সুনির্দিষ্ট একটি আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংসদ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ, রাজশাহী, কুমিল্লা, সিলেট সিটি করপোরেশন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা, রাজশাহী, সিলেট মহানগর পুলিশের কমিশনার, কুমিল্লার বিভাগীয় পুলিশ কমিশনারসহ ২৫ জনকে বিবাদী করা হয়।