ঢাকাশুক্রবার , ২০ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে গভীর রাতে বসত ঘরে দু*র্বৃ*ত্তে*র আ*গু*ন

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২০, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি গ্রামের একটি হিন্দু পরিবারের বসতঘরে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা রান্নাঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী উত্তম হালদার জানান, আগুনে রান্নাঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। উত্তম হালদারের অভিযোগ, প্রতিবেশী দীনেশ, সুদেব, শিশির, প্রদীপ, বিপুল, রাজীব ও সঞ্জীব ঘরামীর সঙ্গে তাদের পূর্ব শত্রুতা রয়েছে। সম্প্রতি একটি মামলায় সাক্ষ্য দেওয়ার জের ধরে তাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তবে অভিযুক্তরা পাল্টা দাবি করে বলেন, তারা নিজেরাই ঘরে আগুন দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। দীনেশ ও সুদেব ঘরামী জানান, ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষকে হয়রানি করছে এবং মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে।

তারা আগুনের ঘটনাকে একটি ‘নাটক’ বলে দাবি করেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবি জানান। এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশাসনের সুষ্ঠু তদন্ত ও পদক্ষেপের দাবি জানাচ্ছেন এলাকাবাসী।